ইমশিতা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্
আমাদের কথা
ইমশিতা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ চট্টগ্রামে একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত হজ্ব ও ওমরাহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সাশ্রয়ী প্যাকেজ ও আন্তরিক আতিথেয়তা আমাদের প্রধান লক্ষ্য। দীর্ঘ সময় ধরে ইমশিতা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ সুনামের সহিত পবিত্র হজ্ব ও ওমরাহ পালনে আগ্রহীদের সেবা প্রদান করে আসছেন। পবিত্র মক্কা ও মদীনায় অবস্থানকালীন সময়ে অভিজ্ঞ গাইডের মাধ্যমে ট্যুর ব্যবস্থাপনা ও হজ্ব সংক্রান্ত সকল তথ্যাদি অত্যন্ত বোধগম্য ভাষায় হজ্ব ও ওমরাহ পালনার্থীদের সম্মূখে নিয়মিত উপস্থাপন করা হয়। এছাড়াও, আভ্যন্তরীণ ও আর্ন্তজাতিক বিমান টিকেট, পাসপোর্ট ও সকল প্রকার ভিসা প্রসেসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইমশিতা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্।
মোহাম্মদ ইদ্রিস মিয়া
প্রোপাইটর
ইমশিতা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
ইমশিতা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ।
ইমশিতা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্ট, দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠান ট্রাভেল সংক্রান্ত সেবা প্রদানের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা, অভিজ্ঞতা ও সময় উপযোগী জ্ঞান থাকার কারণে গ্রাহকগন সবসময় যথাযথ ট্রাভেল সেবা উপভোগ করেন। ইমশিতা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ পরিচালিত গোল্ডেন হজ্ব কাফেলা পবিত্র হজ্ব ও ওমরাহ পালনে আগ্রহীদের উত্তম আতিথেয়তা ও মান সম্মত সেবা প্রদান করতঃ প্রতি বছর হজ্ব পালনে আগ্রহীদের সাশ্রয়ী হজ্ব প্যাকেজের মাধ্যমে হজ্বব্রত পালনে সহযোগী হিসাবে কাজ করেন। তাছাড়া প্রতি মাসে আমাদের নিয়মিত ওমরাহ প্যাকেজ রয়েছে। এই প্যাকেজগুলোর আওতায় ওমরাহ পালনকারীগণ সৌদি আরবে যথাযথ ও সহীহ্ ওমরাহ পালনে সক্ষম হন।
ইমশিতা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রাভেল ও রিক্রুটিং এজেন্ট হওয়ার কারণে বিশ্বস্ততা ও দ্রুততার সহিত এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, ম্যানপাওয়ার, রিক্রুটিং সহ যাবতীয় ট্রাভেল সংক্রান্ত সেবা প্রদানে গৌরবোজ্জল স্বাক্ষর রেখেছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
ইমশিতা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ সম্মানিত হজ্ব ও ওমরাহ পালনে আগ্রহী ব্যাক্তিদের সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে অতি দ্রুত ও অত্যন্ত সূলভে বিভিন্ন হজ্ব ও ওমরাহ প্যাকেজ পরিচালনা করেন। তাছাড়া, বিদেশগামী ইচ্ছুকদের সর্ব নিম্ন রেটে বিমান টিকেট, ভিসা ও পাসপোর্ট প্রসেসিং সহ ট্রাভেল এজেন্ট সংক্রান্ত সকল প্রকার সেবা প্রদানের মাধ্যমে একটি সুখ্যাত ও সেবাদানকারী ট্রাভেল বিজনেস প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ তথা সারা বিশ্বে গৌরবোজ্জল ভূমিকা রাখতে চায়।
আমাদের প্রতিশ্রুতি
- প্রতিশ্রুতি অনুযায়ী সেবার মান রক্ষা করা।
- অন্যান্য ট্রাভেল এজেন্ট এর সাথে তুলনামূলক কম মূল্যে সেবা প্রদান।
- ২৪ ঘন্টা কাষ্টমার সার্ভিস প্রদান।
- সেবার ধরন অনুযায়ী নিদির্ষ্ট তারিখ অথবা তার আগে সেবা প্রদান।
- শুধু আর্থিক লাভ নয়, বরং সেবাই সর্বোত্তম লাভ এই শ্লোগানে নিজেদের ব্যবসা পরিচালনা করা।
- আর্থিক লেনদেনের ক্ষেত্রে ১০০ ভাগ ট্রান্সপারেন্ট।
- সর্বোপরি সেবার মান রক্ষায় আন্তরিক আতিথেয়তার পরিচয় দেওয়া।